কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় ৭৭ জন নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রী কর্তৃক আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মবার ( ০৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৭৭ জন শিক্ষক ও কর্মচারীর মধ্যে ৩ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
নেত্রকোণা- ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার প্রধান অতিথি থেকে এ সহায়তা প্রদান করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক , ইউএনও মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস প্রমুখ।