কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় নদীতে ডুবে শেবা সুত্র ধর নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে ।
আজ শুক্রবার (০৪ জুন) প্রায় সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের চামারজানি গ্রামের উব্দাখালী নদীতে পড়ে শিশুটি মারা যায়।
শিশু সেবা সুত্র ধর ওই গ্রামের সুমন সুত্র ধরের একমাত্র কন্যা সন্তান । শিশুটির ” মা ” সিমা সুত্র ধর সাথে কথা বলে জানা যায় , আজ শুক্রবার সন্ধ্যায় আমাদের ঘর থেকে একটি ঘটি নিয়ে খেলতে খেলতে সকলের অজান্তেই বাড়ির সংলগ্ন উব্দাখালী নদীতে পড়ে তলিয়ে যায় আমার একমাত্র সন্তান মেয়েটি। সে সাঁতার কাটতে জানতো না। অনেক খোঁজাখুঁজির করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। তবে নদীর পানিতে শুধু ওই ঘটিটি ভাসতে দেখা যায়। আমার আত্মচিৎকারে পরিবারের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করে নদীর তলদেশ থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা. উম্মে সুমাইয়া সত্যতা নিশ্চিত