কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় বিভিন্ন সম্প্রদায়ের লোকজনকে নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশের আয়োজনে সম্প্রতি ঘটে যাওয়া সমসাময়িক ঘটনার প্রেক্ষিতে থানার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলীর মুনসীর দিক নির্দেশনায় এই সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন ওই থানার ওসি মো. আবদুল আহাদ খান। এতে বক্তব্য রাখেন, কলমাকান্দা থানা মসজিদের পেশ ঈমাম খতিব হাফেজ খাইরুল কবির, আশরাফিয়া কওমী মাদরাসার মুহতামিম মাওলানা আলী ওসমান গনি, সনাতন ধর্মালম্বী পূঁজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ চন্দ্র সাহা, হিন্দু সম্প্রদায়ের নেতা বাবু সুভাস চন্দ্র সাহা, আলহাজ্ব হোসেন আলী ও কেশব কুমার বনিক প্রমুখ।
এ সভায় উপজেলার স্থানীয় হিন্দু কমিউনিটির ব্যক্তিবর্গ, কওমী মাদরাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।