কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় তৃতীয় লিঙ্গের মাঝে অর্থ ও চালসহ ৪২৮ জন চালকদের মাঝে করোনার নগদ অর্থ ও মাস্ক বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু চত্বরে কলমাকান্দা সদর ইউনিয়নের তৃতীয় লিঙ্গের মাঝে অর্থ, চালসহ ১০০ জন মটরসাইকেল ও ঠেলাগাড়ি চালকদের মাঝে নগদ ১ হাজার টাকা করে করোনার অর্থ ও মাস্ক বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মৌলা, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, সচিব সামছুজ্জামানসহ ইউপির সদস্য গোলাম হোসেন প্রমূখ।
ইউএনও মো. সোহেল রানা জানিয়েছেন, দুইদিনে পর্যায়ক্রমে প্রকৃত শ্রমিকদের মাঝে করোনার নগদ এ অর্থ বিতরণ করা হবে।