কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় কঠোর লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত সীমান্তবর্তী ইউনিয়নের হাট বাজারে তেমন কোন প্রভাব চোখে পড়েনি। গত বৃহস্পতিবার কলমাকান্দায় ৮ জনের নমুনার মধ্যে ৪ জন শনাক্ত। যা সংক্রমনের হার ৫০ ভাগের উর্দ্ধে ।
কলমাকান্দা উপজেলায় সর্দি, জ্বর, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রযেছে অনেক রোগী। কলমাকান্দা উপজেলায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৬ জন করোনায় আক্রান্ত রয়েছেন।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত হয়েছে ৭৬ জন এর মধ্যে কলমাকান্দা সদর ইউনিয়নে ৩১ জন, সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নে ১০ জন, খারনৈ ইউনিয়নে ৫ জন, লেংঙ্গুরা ইউনিয়নে ২ জন, নাজিরপুর ইউনিয়নে ১১ জন, পােগলা ইউনিয়নে ৬ জন, কৈলাটি ইউনিয়নে ৭ জন ও বড়খাপন ইউনিয়নে ৪ জনসহ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৬ জন। সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আল মামুন । আক্রান্তদের অনেকেই নমুনা পরীক্ষা করাতে আগ্রহী নন জানান তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকায় সরেজমিন ঘুরে দেখা গেছে, এ কঠোর লকডাউনে স্বাস্থ্য বিধির তোয়াক্কা করছেনা কেউ, মাস্ক ছাড়াই চলাফেরা করতে দেখা গেছে অধিকাংশ মানুষের। এসময় বিশেষ করে চা দোকানে গাদাগাদি করে বসে টেলিভিশন দেখছেন। লুডু খেলছেন। কেউবা খোশগল্প করছেন। সীমান্তে হাট বাজারের অন্যান্য দোকানপাট সকাল থেকে খোলা রাখছেন।
ইতোমধ্যে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে মতো নেত্রকোণার কলমাকান্দায় লকডাউন বাস্তবায়নে মাছে নেমেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসনের দুইটি টিম। তবে বন্ধ রয়েছে উপজেলা সদরে গণপরিবহন, মার্কেট, দোকানপাট এবং সরকারি-বেসরকারি অফিস।
কঠোর লকডাউন বাস্তাবায়নে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়-এর নেতৃত্বে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা মাঠে নেমে জনগনকে সচেতনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।
এসময় লকডাউন অমান্য করায় ৬টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ঘর থেকে বের হওয়া মানুষদের ফেরত যেতে বাধ্য করা হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি বাড়ানো হয়েছে বিশেষ স্থানে নজরদারি। এসময় উপস্থিত ছিলেন, কলমাকান্দা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আব্দুল আহাদ খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এবিষয়ে জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা সাংবাদিকদের জানান, ‘জীবন বাঁচার জন্যই এই লকডাউন। তাই সরকারি কঠোর লকডাউন বিধি-নিষেধ বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সহায়তায় উপজেলা প্রশসানের দুটি টিম মাঠে কাজ চালিয়ে যাচ্ছে। তবে সব শ্রেণি-পেশার সচেতন মানুষ ও গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন । না হলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ আনা কঠিন হয়ে পরবে।’