শেখ শামীম, কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় কৃষি খামার যান্ত্রিকিকরণের আওতায় কৃষকদের মধ্যে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০এপ্রিল) উপজেলা পরিষদ প্রাঙ্গনে কম্ভাইন্ড হারভেষ্টার যন্ত্রটি কৃষক আব্দুল খালেক তালুকদারের নিকট হস্তান্তর করেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক, ইউএনও মো. সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস ও সাবেক ডেপুটি কমান্ডার সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন আজাদ ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ উপস্থিত ছিলেন।
২৯ লক্ষ টাকা মূল্যের কম্ভাইন্ড হারভেষ্টার এ যন্ত্রটি ৭০% সরকারি ভর্তুকি প্রদান সাপেক্ষে ৯ লক্ষ ৪০ হাজার টাকায় পেয়েছেন কৃষক আব্দুল খালেক তালুকদার। বর্তমান শ্রমিক সংকটে উক্ত যন্ত্রটি এলাকার সকল কৃষকের উপকারে আসবে।