কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা থানার উদ্দ্যেগে পুলিশের নানা কর্মকাণ্ডের জবাবদিহিতায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কলমাকান্দা থানার ওপেন হাউস ডে অনুষ্ঠিত।
এ উপলক্ষে ওসি মো. এটি এম মাহমুদুল হকের সভাপতিত্বে ও এস আই মো. নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু চন্দন বিশ্বাস।
সভায় আরো উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন, বড়খাপন ইউনিয়ন চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান হাদিছ , উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট মো. মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, মো. তাজউদ্দিন আহমেদ, মো. সোহেল রানা, মো. আব্দুল ওহাব প্রমুখ।
উক্ত সভায় কলমাকান্দা বাজারে অসহনীয় যানজট নিরসন, সিসি ক্যামেরা স্থাপন ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় করেন।এছাড়াও থানা পুলিশ অফিসার ও গণমাধ্যমকর্মী এবং গ্রাম পুলিশসহ নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।