দিগন্ত নিউজ ডেক্স : চোরাকারবারিদের ধাওয়া করে ভারতীয় একান্নটি ষাঁড় গরু জব্দ করেছেন দুর্গাপুর-কলমাকান্দা সার্কেল এর সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী। এরআগেও তিনি জেলার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া গ্রাম থেকে ১৭টি এবং একই এলাকা থেকে ৬০টি ভারতীয় গরু জব্দ করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা নেলী জেলার কলমাকান্দা উপজেলার লেঙ্গরা ইউনিয়নের রাজনগর গ্রামে বুধবার দুপুরে এই অভিযান চালান। পরে ধাওয়ার কবলে পড়ে চোরাকারবারিরা ৫১টি গরু রেখে পালিয়ে গেলে পুলিশ সদস্যদের নিয়ে তিনি ওই গরুগুলো জব্দ করেন। এ নিয়ে প্রায় ১২০টি গরু আটক করলেন সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী।
তিনি জানান, চোরাপথে ভারতীয় গরু আসছে এমন এক গোপন সংবাদ পেয়ে রাজনগর গ্রামে অভিযান চালানো হয়। পুলিশি ধাওয়ায় গ্রেফতার এড়াতে গরু রেখেই পালাতে বাধ্য হয় চোরাকারবারী দল। পরে জব্দকৃত গরু থানায় সোপর্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।