শেখ শামীম, কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না ওগো বন্ধু? একটু ভাবনা, একটু পরিকল্পনা, একটু প্রচেষ্টা, একটু বাস্তব সম্মত পদক্ষেপ এসব কিছুকে লালন করেই কলমাকান্দা উপজেলার জাতীয়তাবাদী যুবদলের সভাপতি নাজিম আহম্মেদ করোনা মহামারী প্রতিরোধে চলমান লকডাউনে সীমাবদ্ধতার মাঝেও অসহায় পরিবার সমূহের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহন করেন।
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় অসহায় নেত্রকোণার কলমাকান্দায় প্রায় ১০০টি পরিবারের মধ্যে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেন যুবদল নেতা নাজিম আহম্মেদ ।
বুধবার (২২ এপিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের অসহায় পরিবারের মধ্যে ৩ কেজি চাল , ১কেজি ডাল, ১কেজি পেয়াজ , হাফ লিটার তেল, হাফ কেজি মুড়ি ও ১টি সাবান বিতরণ করা হয়।
উপজেলার জাতীয়তাবাদী যুবদলের সভাপতি নাজিম আহম্মেদ জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। তবে মহামারি দীর্ঘায়িত হলে প্রয়োজনে আমার সাধ্য অনুযায়ী আবারও খাদ্য সামগ্রী নিয়ে অসহায় জনগণের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ্ ।