শেখ শামীম, কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে মানবিকতায় অক্সিজেন তৈরির মেশিন দান করলো- শিক্ষক নুরুজ্জামান চৌধুরী রনি। সে পেশায় প্রাথমিক শিক্ষক ও উপজেলার খারনৈ ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের মৃত বাবুল চৌধুরীর পুত্র।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মো. সোহেল রানা এর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল-মামুনের নিকট হাসপাতালের রোগীদের জন্য অক্সিজেন তৈরির মেশিন দান করা হয়।
এ বিযয়ে নুরুজ্জামান চৌধুরী রনি স্থানীয় সাংবাদিকদের জানান সে তার বাবাকে নিয়ে কিছুদিন পূর্বে ভারতের ব্যাঙ্গালোরে চিকিৎসার জন্য গিয়ে ছিলেন। সেখান থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার বাবার জন্য একটি Oxygen Concentration Machine (অক্সিজেন তৈরির মেশিন) কিনে আনে যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০,০০০/-টাকা। কিছুদিন পূর্বে তার বাবা ইন্তেকাল করেছেন। আজ দেশের করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতিতে রোগীদের সেবায়, এ মেশিনটি কলমাকান্দায় হাসাপাতালে আমি দান করেছি।