কলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলার আটটি ইউনিয়নের হতদরিদ্র ৯০০ পরিবারের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করলেন – ব্যারিস্টার কায়সার কামাল ।
একটু ভাবনা, একটু পরিকল্পনা, একটু প্রচেষ্টা, একটু বাস্তব সম্মত পদক্ষেপ এসব কিছুকে লালন করেই বিএনপি’র কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রার্দুভাবের কারণে মহামারী প্রতিরোধে চলমান লকডাউনে সীমাবদ্ধতার মাঝেও হতদরিদ্র ৯০০ পরিবারের মধ্যে পাশে সাধ্য অনুযায়ী দাঁড়িয়েছেন।
উপজেলা বিএনপি সুত্রে জানা যায়, বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশ লকডাউনে পরিণত হয়েছে। এর ফলে গ্রামগঞ্জের খেটে খাওয়া হতদরিদ্র জনগণ বিপাকে পড়েছে। এই মহামারিতে ব্যারিস্টার কায়সার কামাল উপজেলা বি,এন,পির মাধ্যমে ৮ টি ইউনিয়নের ৯০০ হতদরিদ্র পরিবারের মধ্যে ঘরে ঘরে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। গত চার দিনে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ডাল, তেল, লবণ,আলু পেয়াজ,ও সাবান বিতরণ করেছেন। দল মত নির্বিশেষে সাধারণ খেটে খাওয়া মানুষদের কে উপজেলার ওয়ার্ড পর্যায়ের নেতাদের দিয়ে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
কলমাকান্দা সদর ইউনিয়নের রিকশাচালক রফিকুল ইসলাম ও ভ্যান চালক রতন মিয়া জানান এই ভাইরাসের কারণে বেশ কয়েকদিন যাবৎ গাড়ি চালাতে পারছি না সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, বিএনপি নেতা কায়সার কামালের সহযোগিতা পেয়ে বেশ কয়েকদিন চলে যাবে।
বিএনপি’র কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানান, বিএনপি গণমানুষের দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আল্লাহ্ পাক গোটা মানবজতিকে হেফাজত করুণ। তবে মহামারি দীর্ঘায়িত হলে প্রয়োজনে আমরা আবার খাদ্য সামগ্রী নিয়ে অসহায় জনগণের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ্ ।