শেখ শামীম, কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় রংছাতি ইউনিয়নের হতদরিদ্র ৩৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সিঙ্গাপুর প্রবাসী মো. এমদাদুল হক। সে ওই ইউনিয়নের ডাইয়ারকান্দা গ্রামের মো. শাহনেওয়াজ এর পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, বৈশ্বিক মহামারী নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশ লকডাউনে পরিণত হয়েছে। এর ফলে গ্রামগঞ্জের খেটে খাওয়া হতদরিদ্র জনগণ বিপাকে পড়েছে। এই মহামারিতে সিঙ্গাপুর প্রবাসী মো. এমদাদুল হকের নিজস্ব অর্থায়নে বুধবার দুপুরে ইউনিয়নের ৩৫০টি হতদরিদ্র পরিবারের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
অসহায় পরিবারের ৩৫০ জনের মধ্যে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল,৪ কেজি আলু বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্রাক্তণ ভাইস চেয়ারম্যান মো. রফিকুজ্জামান খোকন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রবাসীর সহোদর ভাই মো. আজিজুল হকসহ তার বন্ধুমহল ।