কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রায় ৪ কিলোমিটারের ওপরে গ্রামীণ সড়ক পাঁকা ও একই সড়কে ৭২ মিটার লম্বা একটি ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মানু মজুমদার। শনিবার (১২ ডিসেম্বর) বিকালে প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপজেলার গুতুরা – আমবাড়ি মেইন রাস্তা থেকে কৈলাটি বাজার হয়ে রিকা বাজার পর্যন্ত এ কাজের উদ্বোধনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।
নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করার পূর্বে উপজেলার পোগলা ইউনিয়নের পলাশ হাটী গ্রামের মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান খানঁ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মানু মজুমদার।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সহ – সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ শরাফত আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, স্থানীয় ইউপির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলজিইডি কর্মকর্তা, ঠিকাদার প্রতিষ্ঠান ব্যক্তিবর্গসহ উপজেলা যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতা -কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন ।