কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক ও একটি পিকআপ (ঢাকা মেট্রো ন- ১৯ -৪৫৬৪) সহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে সদরের চাঁনপুর মোড়ে সড়ক থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী বটতলা গ্রামের মৃত আবু শামার ছেলে ব্যবসায়ী মো. মহর আলী (৩২) ও একই এলাকার মো. মান্নানের ছেলে সহযোগী ব্যবসায়ী মোশাররফ হোসেন (২৩) এবং পাবনা জেলার অংগুরার যুজপাড়ার মৃত দৌলব মিয়ার ছেলে গাড়ীচালক রেজাউল করিম (৪৫) ।
পুলিশ সুত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২০ মে) ভোর রাতে সদরের চাঁনপুর মোড়ে সড়কে গাড়ী দেখে সন্দেহ হলে ওই সড়কে টহলকারী এসআই তমাল চন্দ্র দাস ও এএসআই বিপুল রহমান গাড়ি থামান। পরে গাড়ি তল্লাশী চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ কসমেটিক ও একটি পিকআপ (ঢাকা মেট্রো ন- ১৯ -৪৫৬৪) সহ তিনজনকে আটক করে কলমাকান্দা থানায় নিয়ে আসেন। ওই দিন বিকালে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন ।
এ বিষয়ে, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের বলেন, আটককৃতদের নেত্রকোণা জেলা আদালতে সোপর্দ করা হবে। তিনি আরো জানান, কলমাকান্দা উপজেলায় মাদক চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।