Logo
নোটিশ ::
Wellcome to our website...

কলমাকান্দায় পানিতে পড়ে শ্রমিক নিখোঁজ

শেখ শামীম, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি / ১৩৯ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ১০:৫৩ পূর্বাহ্ন

কলমাকান্দা(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পুতুল ঘাগড়া (৫৫) নামে একজন দিনমজুর শ্রমিক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ পুতুল ঘাগড়া  (৫৫) উপজেলার লেংঙ্গুরা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জিনি রিছিল এর ছেলে। সে পেশায় দিনমজুর শ্রমিক ছিলেন।

আজ সোমবার (১৩ জুলাই ) উপজেলার সীমান্তবর্তী লেংঙ্গুরায় পাহাড়ি গণেশ্বরী নদী ঢলের পানিতে পড়ে এ নিখোঁজের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান , আজ সোমবার (১৩ জুলাই ) সন্ধ্যার আগে নদীর তীরবর্তী জগন্নাথপুর নিজ বাড়ী থেকে বিড়ি আনার উদ্দেশ্যে তীব্র স্রোতের  মধ্যে গণেশ্বরী নদী হেঁটে পার হয়ে ফুলবাড়ী হাজংপাড়ার রনজিৎ দাসের দোকান থেকে দুই প্যাকেট বিড়ি কিনে  রওনা দেন পুতুল ঘাগড়া। বাড়ীর যাওয়ার পথে নদীর তীরে পৌঁছা মাত্রই তিনি ঢলের পানিতে  তলিয়ে যান। এরপর নদীর ওই স্থানসহ আশপাশে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু নিখোঁজ পুতুল ঘাগড়া’র রাতে (এ রিপোর্ট লেখা) পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

পুতুল ঘাগড়া নিখোঁজের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন লেঙ্গুরা ইউপি’র সদস্য মো. আনোয়ার পাশা। নিখোঁজ পুতুল ঘাগড়াকে স্থানীয় ভাবে  উদ্ধারে অভিযান চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com