দিগন্ত ডেক্স : জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস ছড়ানোর জন্য চীনকে দায়ী করে যে বক্তব্য দিয়েছেন তাকে ‘রাজনৈতিক ভাইরাস’ বলে অভিহিত করেছে বেইজিং।
গতকাল (মঙ্গলবার) অনলাইনে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, চীন এই করোনাভাইরাস ছড়িয়ে দিয়েছে এবং তিনি একে ‘চীনা ভাইরাস’ বলে আখ্যা দেন। ট্রাম্প আরো বলেছেন, বিশ্বের উচিত- চীনের কর্মকাণ্ডের জন্য তাকে জবাবদিহির আওতায় আনা।
ট্রাম্পের বক্তব্যের জবাবে জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং জুন সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় যখন কোভিড-১৯’র বিরুদ্ধে কঠোর লড়াই করছে তখন আমেরিকা জাতিসংঘ সাধারণ পরিষদে রাজনৈতিক ভাইরাস ছড়াচ্ছে। তিনি বলেন, “আমি জোর দিয়ে বলছি যে, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ পরিবেশে আমেরিকার এই হইচই অসঙ্গতিপূর্ণ।
এর আগে গত এপ্রিল মাসে আমেরিকায় ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর চীনকে দায়ী করে এটিকে ‘চীনা ভাইরাস’ বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। এই ইস্যুতে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েছেন।সূত্র:পার্সটুডে