দিগন্ত নিউজ ডেক্স : রক্তের প্লাজমা দিয়ে করোনাভাইরাসের চিকিৎসা পরীক্ষা শুরু করছে যুক্তরাজ্য। বিবিসি, এএফপি ও গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের রক্ত এ কাজে ব্যবহার করা হবে। দেশটির ন্যশনাল হেলথ সার্ভিসের ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট এই রোগ থেকে সুস্থ হওয়া কয়েকজন ব্যক্তির রক্ত চেয়েছেন। গবেষকদের আশা সুস্থ হওয়াদের রক্তে যে অ্যান্টিবডি জন্ম নিয়েছে তা অন্যদের সুস্থ হতে সহায়ক হবে।
এই বিষয়ে ইতোমধ্যেই বড় পরিসরে গবেষণা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এতে যুক্ত করা হয়েছে দেড় হাজারের বেশি হাসপাতালকে।
কোনও ব্যক্তি কোভিড-১৯ এ আক্রান্ত হলে তাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা অ্যান্টিবডি তৈরি শুরু করে। এই অ্যান্টিবডি ভাইরাসকে আক্রমণ করে। এই তৈরি হওয়া অ্যান্টিবডি রক্তের তরল অংশ প্লাজমাতে পাওয়া যায়।
এনএইচএসবিটি এক বিবৃতিতে বলেছে, ‘প্রাথমিকভাবে এই রক্ত পরীক্ষায় ব্যবহার হবে।যদি অনুমোদন পাওয়া যায়, তখন পরীক্ষা করে দেখা হবে রোগীর শরীরে এই প্লাজবা প্রবাহিত করলে তিনি সুস্থ হয়ে ওঠেন কিনা। সব ধরণের পরীক্ষার আগেই অনুমোদন প্রয়োজন। যত দ্রুত সম্ভব আমাদের এটি নিয়ে বড় পরিসরে কাজ করতে হবে।’