দিগন্ত ডেক্স : গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে চার হাজার ২০৬ জনের। তবে আজ নতুন রোগী ও মৃত্যু উভয়ই কমেছে।শনিবার (২৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে ২ হাজার ১৩১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আগের সাত দিনে দেশে যথাক্রমে ২২১১, ২৪৩৬, ২৫১৯, ২৫৪৫, ২৪৮৫, ১৯৭৩ ও ২২৬৫ জন রোগী শনাক্ত হয়েছে।সর্বশেষ তথ্য অনুসারে- দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৮ হাজার ৯২৫ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১১ হাজার ৪৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষাকৃত এসব নমুনার ১৮ দশমিক ২৩ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ২৫ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর মোট পরীক্ষার ২০ দশমিক ২৫ শতাংশ পজেটিভ।