দিগন্ত ডেক্স : করোনা যুদ্ধের দ্বিতীয় শহীদ চিকিৎসক অধ্যাপক ডাঃ কর্নেল মনিরুজ্জামান । দেশের অন্যতম স্বনামধন্য হেমাটোলজিস্ট এবং ল্যাবরেটরী মেডিসিন স্পেশালিষ্ট প্রফেসর কর্ণেল মনিরুজ্জামান হেমাটোলজি বিভাগ সি এম এইচ(এ এম সি) প্যাথলজি বিভাগ আনোয়ার খান মডার্ন মেডিকেল ও ইবনে সিনা মেডিকেল কলেজ (পোস্ট মর্টেম রিপোর্ট অনুযায়ী) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার বিকেলে ২য় চিকিৎসক হিসেবে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শ্রদ্ধেয় এই চিকিৎসকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ ডক্টরস এসোসিয়েশন।
এর আগে, ১৫ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন।