দিগন্ত ডেক্স : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ভারত থেকে টিকা কেনার বিষয়ে সমঝোতায় সায় দিয়েছে মন্ত্রিসভা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল মেনে এসব টিকা বিতরণ করা হবে। প্রথম দফায় আসা করোনার তিন কোটি টিকা বিনা মূল্যে দেয়া হবে। সোমবার (৩০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে বিষয়টিতে অনুমোদন দেয়া হয়।
ভার্চুয়াল বৈঠকে গণভবন প্রান্ত থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। আর মন্ত্রিসভার সদস্যরা যুক্ত ছিলেন সচিবালয় প্রান্ত থেকে। পরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৈঠকে আলোচনার বরাত দিয়ে সচিব জানান, অর্থ মন্ত্রণালয় করোনার টিকা কিনতে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা স্বাস্থ্য মন্ত্রণালয়কে দিয়েছে। বৈঠকে করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কা মোকাবিলা ও টিকা সংগ্রহের সবশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।