Logo
নোটিশ ::
Wellcome to our website...

কবি দুনিয়া মামুন এর উক্তি

রিপোর্টারের নাম / ৭০৬ বার
আপডেট সময় :: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০, ৪:২৮ অপরাহ্ন

দিগন্ত নিউজ ডেক্স :

০১. অপরিবর্তিত জীবন ক্যালেন্ডারের পাতার মতো, শুধু গণনার স্রোতে বছর পার করে।

০২. মুদ্রা যতই হাত বদলাক, রূপসীর হাতে থাক বা স্বর্গেই থাক তার নিজের মূল্য নিজের কাছেই থাকে,

এটি একটি মুদ্রার স্বভাবত দিক যা মানুষ ব্যবহার করে কিন্তু নিজের সাথে তুলনা করে না।

০৩. তুমি তো ইমরাত নও- ঠাঁই দাঁড়িয়ে থাকবে, তুমি তো ভাস্কর্যও নও- নিবির চিত্রে তুলির আঁচড়ে ওখানেই

থাকবে তবে তোমার সৃষ্টকর্ম প্রজন্ম থেকে প্রজন্ম অনেকের ভেতরেই ওভাবে থাকতে পারে।

০৪. জলের চিত্রিত সৌন্দর্য্য মানুষের ভেতরেই থাকে নিভৃতে।

০৫. ভাবছেন এমনভাবে পুড়াবেন যেনো চিতায় আর না পোড়াতে হয়। ভাবছেন এমনভাবে চাপাবেন যেনো

মাটির নীচে আর চাপাতে না হয় কিন্তু পৃথিবীর শেষের দিনটি সবার এমনই।

০৬. মনিষিদের মৃত্যুজয়ের কথা মনে হয়, সৌন্দর্যের মৃত্যুজয়ের কথা মনে হয়, প্রেমের মৃত্যুজয়ের কথা মনে

হয়, বাকিরা অধীক বা ততোধীক তবু কারো কথা মনে হয় না।

০৭. শয়তানের কাছে সত্য চিরকালই নেই। অতএব নিজেকে কার সাথে তুলনা করবেন।

০৮. হারাতে চাই না অথচ হারিয়ে যায়।

০৯. অমীয় নষ্ট হলে কেউ কি সে নেয়? সুতরাং এতটুকুর কারণে সবটুকু হারানো ঠিক নয়।

১০. একটা হৃদয় বন্য-উদাস, দুইটা হৃদয় আকাশসম, বহু হৃদয় মহাশূণ্যের অনন্ত পুরান।

১১. আমি কেউ না, কিন্তু তোমাদের সাথেই ক’টা দিন পৃথিবীতে ছিলাম, আছি। তোমাদের অনেক প্রেম আছে

তবে তোমাদের প্রেমের স্থায়িত্বটা উদাহরণ দেয়ার মতো কি না, ভাবো।

১২. দূর লক্ষ্য নিয়েই নিজেকে তাড়া করো। সুপারি গাছের সরু-উচ্চতার মতো যেনো থেমে যেতে না হয়।

১৩. নাকফুলেরও ঘ্রাণ আছে, যার নেই সে তা জানে।

১৪. দেবতা ফল খায় না তবু পঁচা ফল দিয়ে প্রসাদ হয় না অতএব নিজের ভেতরেই দেবতাকে প্রতিষ্ঠা করুন।

১৫. কতগুলো মন, গল্প, দিনাতিপাত বা সংসার শেষ হলেই মানুষ কেনো কোথায় চলে যায়। মৃত্যু তুমি অভিসারে এসো কিন্তু আমাকে প্রকাশ করার             আগে নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর

Theme Created By ThemesDealer.Com