দিগন্ত ডেক্স : চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ১নং বাগানবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামে স্বামীর দেয়া কেরোসিনের আগুনে দগ্ধ হয়ে মারাযান দুই কন্যা সন্তানের মা ফাতেমা আক্তার। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে দগ্ধ ফাতেমা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় সুত্রে জানা যায়, ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবদুল গফুরের কন্যা। অপরদিকে ফাতেমার স্বামী ঘাতক ইমাম হোসেন (৩০) মোহাম্মপুর এলাকার আবুল কাশেমের ছেলে। বেশ কয়েকবছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর ফাতেমার কোলে আসে একটি কন্যা সন্তান । এতে শশুর বাড়ির লোকজন খুশি হয়নি। কয়েকবছর পর আবার ফতেমা আরেকটি কন্যা সন্তান জম্মদিলে শশুর বাড়ীর লোকজন বেশ নাখোশ হন। তারা ফাতেমার উপর ক্ষিপ্ত হন। গত ১৩ মার্চ দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফাতেমার গায়ে আগুন দেয়। আগুনে ফাতেমার শরীরের মুখমন্ডলসহ প্রায় ৭৫ শতাংশ অঙ্গ পুড়ে যায়। ফাতেমাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসা থেকে তাকে দ্রুত ঢাকা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো পরামর্শ দেন। অবশেষে আজ মঙ্গলবার সকালে দগ্ধ ফাতেমা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ভুজপুর থানার এস আই সুমন চন্দ্র দাস বলেন, গৃহবধুকে আগুন দেওয়ার ঘটনায় স্বামী ও শশুর কে আটক করা হয়েছে। আমরা ইতিমধ্যে দুই আসামিকে কোটে প্রেরণ করে রিমাণ্ড চাওয়া হয়েছে। ফাতেমা বাবা ভুজপুর থানার একটি মামলা দায়ের করেন। ফাতেমা মৃত্যুবরণ করায় থানায় দায়েরকৃত মামলাটি হত্যা মামলায় রুপান্তর হবে বলে জানা গেছে।