কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৫১ হাজার ৮শ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম মিরাজুল হাসান এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একজন ব্যক্তিকে মটর সাইকেল যোগে সাদা রংয়ের বস্তা নিয়ে আসতে দেখা যায়। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে টর্চলাইটের আলো এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মেরিন ড্রাইভের পাশে সরু রাস্তায় প্রবেশ করার সময় মটর সাইকেল থেকে সাদা রংয়ের বস্তাটি নিচে পড়ে যায় এবং উক্ত ব্যক্তি মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পড়ে যাওয়া বস্তাটি তল্লাশি করে ৫১ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।