দিগন্ত ডেক্স : কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ায় দুটি গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। সোমবার (৩১ মে) সন্ধ্যায় শহরের রুমালিয়ারছড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রুমালিয়াছড়া এলাকার মো. রায়হান ও শহরের টেকপাড়া চৌমুহনীর মো. সাহেদ।
জানা যায়, রুমালিয়ারছড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী আশু আলী গ্রুপের সঙ্গে আরেক সন্ত্রাসী রায়হান গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত একটি জমিকে ঘিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ সময় মোহাম্মদ সাহেদকে গুলি করে ও রায়হানুল ইসলাম রায়হানকে কুপিয়ে জখম করা হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।