কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বড়কান্দা গ্রামের মোঃ আব্দুল হকের কিশোরী কন্যা কুলছুমা আক্তার (২০) ও খাদিজা আক্তার (১৪) রাজধানী ঢাকার অভিজাত এলাকায় একটি বাসার গৃহকর্মীর বন্ধিদশা থেকে মুক্তি পেয়েছে। তাদের মুক্তি পেতে সহায়তা করেছেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।
এলাকাবাসী সুত্রে জানাগেছে, রংছাতি ইউনিয়নের বড়কান্দা গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ মোঃ আব্দুল হক। সংসারে অভাব-অনটন থাকায় জীবিকার সন্ধানে দুই মেয়ে চলে যায় ঢাকা শহরের অভিজাত এলাকায়। প্রথম প্রথম গৃহকর্তা তার বাবার সাথে যোগাযোগ করতে দিলেও বিগত দুই বছর ধরে কোন প্রকার যোগাযোগ করতে না দেয়ায় দিশেহারা হয়ে যায় আঃ হক। পরবর্তিতে ওই গৃহকর্তার সাথে যোগাযোগ করতে পারলেও নানা হুমকি-ধমকি দিয়ে বিদেয় করে দেন কিশোরীর বাবা আঃ হক কে। অবশেষে কোন উপায় অন্তর না দেখে নিরুপায় হয়ে চলে আসেন মানবিক নেতা স্থানীয় এমপি বাবু মানু মজুমদার এর কাছে। পরবর্তিতে আঃ হকের সম্পূর্ণ বিষয় অবগত হয়ে মেয়েদের উদ্ধার করার জন্য ধানমন্ডি থানায় গিয়ে অফিসার ইনচার্জ মোঃ ইকরাম আলী মিয়া বিষটি অবগত করানো হলে তাৎক্ষণিক তথ্য প্রযুক্তির সহায়তায় নির্দিষ্ট বাসার সন্ধান করে মেয়েদের উদ্ধার করা হয়। জানা যায়, গৃহকর্তা মেয়েদুটোকে বিদেশে পাচারের চেষ্টা চালাচ্ছিলেন। এ ব্যপারে ওই থানায় নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়।
মানবিক নেতা এমপি মানু মজুমদার এর এই মহান উদ্যোগে যেমন মেয়ে দুটিকে পেয়ে খুশি হয়েছে তার বাবা। সেইসঙ্গে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এমপি মহোদয়কে। সেইসাথে গৃহকর্মী হিসেবে এলাকার বাইরে কাজ করতে যাওয়ার আগে ভালোভাবে খোজ-খবর নিয়ে কাজে যেতে নির্দেশ দেন এমপি মানু মজুমদার।