দিগন্ত ডেক্স : ময়মনসিংহ জেলার সংস্কৃতি বেষ্টিত ধোবাউড়া উপজেলায় উদ্বোধন করা হলো ‘‘পথ পাঠাগারের’’ ৭ম শাখা। নানা আয়োজনে মঙ্গলবার বিকেলে এ শাখার উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা ও সাহিত্যানুরাগী বাবু খিতীষ চন্দ্র সাহা। এ নিয়ে পথ পাঠাগারের ৭ম শাখায় পা রাখলো।
আলোচনা ও কবিতা পাঠের মধ্য দিয়ে পাঠাগার উদ্বোধন করার সময় পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার, ধোবাউড়া সাহিত্য পরিষদ এর সভাপতি বাবু সুভাষ বিশ্বাস, রাজিব সরকার, শ. ই. মামুন, পথ পাঠাগারের ৭ম শাখার পরিচালক তিলক সরকার, স্থানীয় সবুজ ছায়া সংগঠনের সম্পাদক শামসুল হক মৃধা, কবি এরশাদুল হক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
পথ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হুদা সারোয়ার বলেন, দিন দিন শিক্ষার্থীদের পাঠের অভ্যাস কমে যাচ্ছে। প্রযুক্তি নির্ভরতা, ফেসবুক আসক্তির কারণে শিক্ষার্থীরা পড়ার টেবিল থেকে দূরে সড়ে যাচ্ছে।আমরা সেই পাঠকদের সাহিত্য পাঠে ফিরিয়ে আনতে পথ পাঠাগারের মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে পাঠের অভ্যাস গড়ে তোলার জন্য এ উদ্দ্যেগ গ্রহন করেছি। পথ পাঠাগারের শাখা সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।