দিগন্ত নিউজে ডেক্স : প্রতিদিনই গোটা দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করো’না আক্রা’ন্তের সংখ্যা। ইতিমধ্যে গোটা দেশে প্রায় তিন হাজার জন মানুষ করো’না আক্রা’ন্তের খোঁজ মিলেছে। গোটা বিশ্বে সেই সংখ্যা প্রায় কয়েক লক্ষের কাছাকাছি। অন্যদিকে ভারতে এই কয়েক দিনে করো’নার প্রকো’পে প্রাণ হারিয়েছেন প্রায় ৭৫ জন মানুষ। গোটা বিশ্বে সেই সংখ্যা প্রায় ৫৫ হাজারের মতন। এমতাবস্থায় আরও আশ’ঙ্কার কথা শোনালেন নারায়না হেলথের প্রতিষ্ঠাতা দেবী প্রসাদ শেট্টি।