দিগন্ত ডেক্স : দেশে করোনা দ্বিতীয় ধাক্কা কবে আসবে এটা এখনো বলা মুশকিল। বাংলাদেশে এখনো প্রথম ধাক্কাই সামলাচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পথে-ঘাটে যেন অঘোষিত স্বস্তি। জীবনের সাথে অর্থনীতি সচল করার তাগিদ মানুষকে ঘরের বাইরে আনছে প্রতিনিয়ত। আর এটা করতে গিয়ে কোভিড মোকাবেলায় সুরক্ষার সাথে আপোষ করতেই হচ্ছে। দেশে সংক্রমণ সংখ্যা ১ থেকে ২ লাখ হতে সময় নিয়েছে মাত্র এক মাস। কিন্তু গত দুই সপ্তাহের গড়ে দেখা যাচ্ছে প্রতিদিনের আক্রান্তের সংখ্যা কিছুটা নীচের দিকে। আর এখানেই নতুন শঙ্কা মহামারীর দ্বিতীয় ধাক্কার।
১৯১৮ এর স্প্যানিশ ফ্লুতে মারা গিয়েছিলো ৫ কোটিরও বেশি মানুষ। সেইবার প্রথম দফার একমাস পর দ্বিতীয় ধাক্কাই ছিলো বেশি প্রবল। এরইমধ্যে দক্ষিণ কোরিয়া, অষ্ট্রেলিয়া ও ইরানে প্রথম দফার পর দ্বিতীয় দফা সংক্রমণ বাড়ছে।
ভ্যাকসিন আশাবাদ যোগালেও এ বছরই তা পাওয়া যাবে না এটা একরকম নিশ্চিত। তাই মহামারীর সেকেন্ড ওয়েভকে মাথায় রেখে ব্যক্তিগত সুরক্ষা থেকে পিছিয়ে আসার সুযোগ নেই।