ডেস্ক নিউজ : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলে গুরুদেব হালদারের জালে ধরা পড়েছে বড় আকারের একটি কাতল মাছ। আজ শনিবার সকালে মাছটি ধরা পড়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানিয়েছেন, মাছটির ওজন ১৮ কেজি ২০০ গ্রাম। সংশ্লিষ্ট জেলের কাছ থেকে ওই কাতলটি তিনি ২৫ হাজার টাকায় কিনেছেন। বেশি দামে বিক্রির আশায় মাছটি দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরিঘাট পন্টুনের সঙ্গে বেঁধে নদীর পানিতে জিঁইয়ে রেখেছেন।
তিনি আরো বলেন, ‘পদ্মা নদীর এমন বড় কাতলের প্রচুর চাহিদা রয়েছে। তাই একটু বেশি দামে মাছটি আমি কিনেছি।’গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, ‘পদ্মানদীর পানি কমতে থাকায় গোয়ালন্দে জেলেদের জালে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে।’