ডেক্স নিউজ : তৈরি পোশাকসহ সবখাতের শ্রমিকদের ঈদের ছুটি তিন দিন, তবে তারা কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে সরকার, মালিক এবং শ্রমিকদের ত্রিপক্ষীয় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এ সময় ঈদের শতভাগ বোনাস দেওয়ার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সভায় মালিক ও শ্রমিক নেতাদের সর্বসম্মতিতে ঈদের ছুটি তিন দিন অর্থাৎ ২৩ থেকে ২৫ মে করার সিদ্ধান্ত হয়। মালিকরা শ্রমিকদের চলতি মে মাসের বেতন নিয়ম অনুযায়ী জুন মাসের প্রথম সাতকর্ম দিবসের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দেন।