দিগন্ত ডেক্স : টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ অক্টোবর) টংগিবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী টংগিবাড়ী উপজেলা বাসীর ব্যানারে অর্ধ শতাধিক নারী পুরুষ মানববন্ধনে অংশ করে।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুর হয়ে উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন, দুর্নীতিবাজ, ঘুষখোর ও মানবিক গুণাবলী বর্জিত নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের কর্মকান্ড দ্বারা উপজেলা বাসী নির্যাতিত। আমরা অতি বিলম্বে ইউএনও নাহিদা পারভীন কে অপসারণ করার দাবি জানাই।