দিগন্ত ডেক্স : আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যৌক্তিক খুচরা মূল্য নির্ধারণ করেছে কৃষি বিপণন অধিদফতর। আজ সোমবার (১২ এপ্রিল) সকাল সোয়া ১১টায় রাজধানীর কৃষি বিপণন অধিদফতর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। বেঁধে দেওয়া মূল্য অনুসারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪০ টাকা, চিনি ৬৭ টাকা এবং সয়াবিন তেল লিটারে ১৩৯ টাকা দরে বিক্রি করতে হবে।
এর আগে রজমানে ভোজ্য তেলের নাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের ইচ্ছানুযায়ী আমদানিকৃত অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল তেলের ওপর ৪ শতাংশ কর ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআরের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বর্তমানে অগ্রিম কর দিতে হচ্ছে ৫ শতাংশ হারে। বর্তমানে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের আমদানি পর্যায়ে বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট ছাড়াও ৫ শতাংশ অগ্রিম কর রয়েছে। উৎপাদন পর্যায়েও মূল্য সংযোজনের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হচ্ছে। এছাড়া ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজনের ওপর ১৫ শতাংশ অথবা সর্বোচ্চ খুচরা মূল্যের ওপর ৫ শতাংশ হারে ভ্যাট আদায় করা হচ্ছে।
এর মাধ্যমে নিবন্ধিত উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আমদানি পর্যায়ে অপরিশোধিত সয়াবিন ও পামতেলে অগ্রিম কর প্রদানে অব্যাহতি দেয়া হয়। রোজার মধ্যে ভোজ্য তেলের দাম সাধারণ মানুষের হাতের নাগালে রাখতে ব্যবসায়ীদের সঙ্গে একমত জানিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে আমদানিতে কর ছাড় চেয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।