ষ্টাফ রিপোর্টার : ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার নরসিংহপুর এলাকার বাসিন্দা সাংবাদিক শামীম হাসানের বাবা সাইদ মিয়া (৬৫) কে প্রাণনাশের হুমকি দিয়েছে পাশের এলাকা কানদাইল এলাকার বাসিন্দা সন্ত্রাসী সিদ্দিক মিয়া। এ ঘটনায় তিনি গত মঙ্গলবার আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাংবাদিক শামীম হাসান ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার নরসিংহপুর এলাকার বাসিন্দা। সাংবাদিক শামীম হাসান সিএনএন বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি ও ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং আশুলিয়া প্রেসক্লাবের সদস্য হিসেবে কাজ করছেন।
এ নিয়ে সাংবাদিক শামীম হাসান বলেন, সন্ত্রাসী সিদ্দিক মিয়া আমার বাসার সামনে বৃষ্টি হলে পানি জমে থাকার কারনে আমরা বাসার সামনের বাসায় যাওয়ার প্রবেশ পথ একটু উচু করায় সে ক্ষিপ্ত হয়ে আমার বাবার উপর তার সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে। এ সময় সন্ত্রাসী সিদ্দিক মিয়া আমার বাবাকে গালাগাল করে ও প্রাণনাশের হুমকি দেয়। সাংবাদিকের বাবাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় প্রেসক্লাব সহ বিভিন্ন জেলা ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক নেতারা। তারা দ্রুত হুমকিদাতাদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জান বলেন, এ ঘটনায় সাংবাদিক শামীম হাসান তার পিতা সহ পরিবারের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।