দিগন্ত ডেক্স : আরও শক্তি সঞ্চয় করে ঘণ্টায় ১৫ থেকে ২০ কিলোমিটার গতি নিয়ে ভারতের অন্ধ্র ও ওড়িশা উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। তবে ঝড়টি যে কোনো সময় গতিপথ বদলে বাংলাদেশ বা মিয়ানমারের দিকেও এগোতে পারে। তাই ঝড়টির দিকে গভীরভাবে নজর রাখছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের উপপরিচালক মো. ছানাউল হক মন্ডল জানান, বঙ্গোপসাগরে ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যার দিকে যাচ্ছে। ‘অশনি’র গতিপথ ভারতের অন্ধ্র ওডিশার দিকে হলে এখনই বলা যাচ্ছে না যে- এটি কোথায় আঘাত আনবে। এর গতিপথ পরিবর্তন হবে কিনা তাও বলা যাচ্ছে না। এটি বাংলাদেশ বা মিয়ানমারের দিকেও এগোতে পারে। তাই অশিনি’র গতিপথ ও এর অবস্থান গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।