দিগন্ত ডেক্স : কক্সবাজারের রেজুখাল সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়ায় পাচারের সময় ৩৭ রোহিঙ্গা উদ্ধার এবং ৩ দালাল আটক। আজ সোমবার (২ মার্চ) দুপুরে এসব রোহিঙ্গাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে গত ২৯ ফেব্রুয়ারি সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে ২১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১২ জন নারী ও নয়জন পুরুষ। শনিবার (২৯ ফেব্রুয়ারি) উপজেলার বাহারছড়ার উত্তর শিলখালী ঝাউবাগান পয়েন্ট দিয়ে মানব পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।