তোবারক হোসেন খোকন (নেত্রকোনা) থেকে : নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় রামেশ^রপুরে বে-সরকারী উন্নয়ন সংস্থা বারসিক এর আয়োজনে প্রবীণ ও প্রতিবন্ধী বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার থেকে ৩দিন ব্যাপি বারিসক রামেশ্ব্রপুর রিসোর্স সেন্টারে এ প্রশিক্ষণ শুরু হয়।
এ উপলক্ষে বারসিক আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান এর সভাপতিত্বে প্রশিক্ষণে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জিব চক্রবর্তী, ক্লিনিক্যাল থেরাফিষ্ট ডাঃ মুশফিকুর রহমান, বারসিক‘র পরিচালক সৈয়দ আলী বিশ্বাস, কর্মসুচী কর্মকর্তা শংকর ম্রং, আলমগীর হোসেন প্রমুখ।
তিনদিন মেয়াদী প্রশিক্ষণে বারসিক নেত্রকোনা, সাতক্ষীরা, রাজশাহী ও মানিকগঞ্জ এলাকার কর্মীবৃন্দ সহ জনসংগঠনের স্বেচ্ছাসেবক গন অংশগ্রহণ করেন।