দিগন্ত বাংলা ডেক্স : রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের এক ডজনের বেশি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (২৪ নভেম্বর) ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, রাত ১২টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। প্রথম রেসপন্স করে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশন। ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করেন তারা। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত ঘটতে পারে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ক্ষয়ক্ষতি পরিমাণ পরে বিস্তারিত জানানো হবে। এর আগে রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে সামনে সাততালা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে পাঠানো হয়। তবে আগুনের গতিবেগ বেশি হওয়ায় পরে আরও চারটি ইউনিট যোগ করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট পাঠালে তারা কাজ শুরু করে।
বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্বেচ্ছাসেবী ভলান্টিয়ার ও বস্তির বাসিন্দারা কাজ করছে।