দিগন্ত ডেক্স : সারাবিশ্বের মত বাংলাদেশেও বেড়েছে মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রকোপ। এ অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। শনিবার (৫ ডিসেম্বর) দেশের ১০ জেলায় অ্যান্টিজেন পরীক্ষার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যতদিন অনুমোদন না হয় ততদিন সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মানাসহ অসুস্থ বোধ করলেই যেন কোভিড-১৯ পরীক্ষা করান। খুব শিগগিরই সারাদেশে রিয়েল টাইম আরটি (পিসিআর) ল্যাব স্থাপন করা হবে।
গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত নির্দেশনা ওই ১০ জেলায় পাঠানো হয়েছে জানিয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, অধিদপ্তরে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়ে, এরপর অ্যান্টিজেন কিটসহ তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেয়া হয়েছে।