সিলেট ব্যুরো : মুক্তিযোদ্ধাদের আপত্তিতে মহান স্বাধীনতা ও বিজয় দিবস উদযাপন কমিটি হতে সুনামগঞ্জের জামালগঞ্জের সেই রাজাকারের ছেলে রফিকুল ইসলাম বিন বারীকে অবশেষে বাদ দেয়া হল। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে জামালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পাল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বিন বারীকে বিজয় দিবসে আলোচনা সভার উপকমিটির আহ্বায়ক হিসাবে অনুমোদন দেয়াকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান হিসাবে তাকে নিয়ে আপত্তি তুলে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। শুক্রবার সরকারি ছুটি হলেও বিকেলে দফতরে বসে রেজুলেশন সংশোধন করে তার নাম কমিটি হতে বাদ দিয়ে ওই উপকমিটির আহ্বায়ক হিসাবে নতুন করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়।
কমিটি থেকে রাজাকারপুত্র রফিকুল ইসলাম বিন বারীকে বাদ দেয়ায় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।